আমাদের পথ চলা
আমাদের পথ চলার শুরু খুব বেশী দিনের নয় । এর মধ্যেই আপনাদের বিশ্বাস ও আস্থার উপর দাঁড়িয়ে এই প্রতিষ্ঠান । আপনাদের শিশুদের ভবিষ্যৎ গঠনে অক্লান্ত প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে । ১লা এপ্রিল ২০১০ থেকে আমাদের দেশে , শিক্ষা সব শিশুর প্রাথমিক অধিকার রূপে স্বীকৃত হয়েছে । তাই আমাদেরও উদ্যোগ থাকবে , সমাজের সকল শ্রেনীর শিশু শিক্ষা যেন পাই ।
উত্তরবঙ্গ তথা উত্তর মালদার বুকে পিছিয়ে পড়া তুলসীহাটার মতো মফস্বল এলাকাতেও যে আধুনিক উন্নত মানের শিশু শিক্ষায় কম্পিউটার জ্ঞানের প্রতিষ্ঠান সহ শিশু শিক্ষার প্রতিষ্ঠান গড়া যায় নন্দলাল মেমোরিয়াল আজ তার একটি বাস্তব দৃষ্টান্ত । ২০০১ সালের ১৯শে মার্চ সোমবার , অল্প সংখ্যক ছাত্র ছাত্রীদের নিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল । কিন্তু বর্তমানে তার সংখ্যা ক্রম বর্ধমান যার ভিত্তিমূলে রয়েছে পরিচালক মণ্ডলী, এলাকার শিক্ষা দরদী ব্যক্তি বর্গ ও শিক্ষক – অশিক্ষক কর্মী বৃন্দ – এর অক্লান্ত পরিশ্রম । যার ফল স্বরূপ ছাত্র ছাত্রীদের এই উত্তরোত্তর সাফল্য ।
পথ চলার শুরু থেকেই এই প্রতিষ্ঠান দুঃস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে । মালদা সীমান্তবর্তী এলাকার যে সমস্ত মেধা হয়ত বা হারিয়ে যেত তাদের অনেকেই আমরা আনতে পেরেছি পাদপ্রদীপ আলোয় ।
পরিশেষে আপনাদের কাছে আমাদের একান্ত আবেদন , ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে, নৈতিক মূল্যবোধ ভিত্তিক নতুন সমাজ গড়তে , সর্বোপরি প্রিয় স্বদেশ ভুমি ভারত কে একটি প্রগতশীল ভবিষ্যৎ প্রজন্ম উপহার দিতে আপনারা সকল প্রকার সহযোগিতা করবেন – এই ভরসা রেখে শেষ করছি ।
বিনয় সহ –
প্রনবেশ সাহা রায়
প্রতিষ্ঠাতা